২০২৩ বিশ্বকাপে টিম ইন্ডিয়া তাদের প্রথম চার টি ম্যাচের সবকয়টি সফল ভাবেই জয়লাভ করেছে। অপরদিকে নিউজিল্যান্ড ক্রিকেট টিম ও রয়েছে দুর্দান্ত ফর্মে। কিউইরা তাদের প্রথম চারটি ম্যাচে প্রতিপক্ষ টিম এর থেকে জয় ছিনিয়ে নিয়ে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে তাদের অগ্রাসন তৈরি করছে ।
রোহিতদের পঞ্চম ম্যাচের প্রতিপক্ষ হিসেবে থাকছে নিউজিল্যান্ড টিম। ২০০৩ সালের পর থেকে বিশ্বকাপের মঞ্চে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত নিউজিল্যান্ড বিরুদ্ধে জয়ের খাতা খুলতে পারেনি।তাই নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়া ম্যাচটি যেনো এই বিশ্বকাপের সবথেকে উত্তেজিত , রোমাঞ্চকর ম্যাচের অ্যাখা পেতে চলেছে । NZ vs IND ম্যাচটি হতে চলেছে HPCA, DHARAMSHALA স্টেডিয়ামে । পিচ রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপের এই মঞ্চে পেসাররা সবথেকে বেশি সুবিধা পেয়েছে এই মাঠে । সর্বাধিক বল টার্ন করেছ ১'৪ ডিগ্রী।
তাই এই গুরুত্বপূর্ণ ম্যাচের গুরুদায়িত্ব থাকছে ভারতীয় তারকা পেসার বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ এর কাঁধে ।অপরদিকে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছে ব্যাটিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোটের কবলে থাকার কারণে টিম ইন্ডিয়া তাদের অভিজ্ঞ বোলার মোহাম্মদ সামির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিউজিল্যান্ড ব্যাটিং এ ধস নামাতে সক্ষম হতে পারে ।পাশাপাশি NZ টিম এ একাধিক বাঁহাতি ব্যাটসম্যান থাকার তাদের প্যাভিলিয়নের রাস্তা দেখাতে পারে "কুল-জা" জুটি । দলের প্রয়োজনে বাঁহাতি ব্যাটসম্যান দের সামনে অফ স্পিনার ভূমিকায় দেখা যেতে পারে রোহিত-কোহলিকে ।
এই বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে রোহিত , কোহলি সহ ভারতীয় পুরো ব্যাটিং অর্ডার । বোল্ট সহ পুরো নিউজিল্যান্ড টিম এর বোলিং ইউনিট এর গতি , সুইং, গুগলি কে পরাস্ত করতে আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে রোহিত বাহিনীদের , সূত্র মারফত জানা গেছে যে ব্যাটিং অর্ডার আরো পাকাপোক্ত করতে টিম এ অভিষেক ঘটতে পরে মারকাটারি ব্যাটসম্যান সূর্য কুমার যাদব এর ।
টিম ইন্ডিয়ার এই পরিকল্পনা কতটা অগ্রসর হবে সেটা শুধু মাত্র সময়ের অপেক্ষা ।দেখা যাক টিম ইন্ডিয়া কি পারবে কিউইদের বিরুদ্ধে প্রথম জয়ের খাতা খুলতে নাকি টিম ইন্ডিয়ার জয়ের খাতায় ধুলোয় জমে থাকবে ।
If you have any doubt, pls let me know