জেনারেল এসভিআর’ (General SVR) নামে একটি টেলিগ্রাম চ্যানেলকে উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে যে রবিবার রাতের দিকে হৃদরোগে আক্রান্ত হয়েছেন পুতিন। সেদিন রাত ন'টার দিকে বেডরুম থেকে পুতিনকে উদ্ধার করেছেন নিরাপত্তারক্ষী। মেঝেতে পড়েছিলেন তিনি। পাশে উলটে ছিল টেবিল। তাতে খাবার ও পানীয় ছিল বলে ওই টেলিগ্রাম চ্যানেলকে উদ্ধৃত করে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। যে মেসেজিং অ্যাপ ক্রেমলিনের ঘনিষ্ঠ প্রাক্তন এক আধিকারিক নিয়ন্ত্রণ করেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
পাশ্চাত্যের সংবাদমাধ্যম হাস্যকর সব গল্প লোকজনের সামনে পরিবেশন ও করেছে নির্দ্বিধায়। উক্ত টেলিগ্রাম চ্যানেল কে উদ্ধৃত করে তারা লেখে ''প্রেসিডেন্ট যখন পড়ে যান, তখন টেবিল এবং বাসনপত্রে ধাক্কা লাগে। সেগুলি মেঝেতে পড়ে যায়। তার জেরে সজোরে শব্দ হয়।'
তারা সেই বিবৃতিতে আরো জানায় মেঝেতেপড়ে ছিলেন নাকি পুতিন! তড়িঘড়ি চিকিৎসকদের ডেকে চিকিৎসা ও নাকি করা হয় প্রেসিডেন্ট পুতিনের।
মঙ্গলবার ক্রেমলিনের (Kremlin) মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রুশ টেলিগ্রাম চ্যানেল ও কয়েকটি পশ্চিমি সংবাদমাধ্যম পুতিনের (Vladimir Putin) অসুস্থতা নিয়ে যে খবর প্রকাশ করেছিল সেই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়। তখন সমস্ত খবরের তথ্য নস্যাৎ করে পেসকভ জানিয়ে দেন, রাশিয়ার প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ রয়েছেন। রবিবার সন্ধ্যা থেকে নাকি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পুতিন- এই খবরও সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন ক্রেমলিনের মুখপাত্র। ‘বডি ডাবল’ ব্যবহার করার বিষয়টিকেও অযৌক্তিক বলেন তিনি।
If you have any doubt, pls let me know