তথাকথিত গণতান্ত্রিক , ' হিন্দুত্ববাদী - ফ্যাসিবাদী ' ভারতীয় যুক্তরাষ্ট্রে এ হেন বিষয় যদিও আশ্চর্যের কিছুই নয়। সংবিধানকে বুড়ো আংগুল দেখিয়ে রাষ্ট্র মদতে এক দল হিন্দুত্ববাদী " সন্ত্রাসী" ১৯৯২ সালের ৬ ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থনার স্থান বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছিল এক মিথ্যে অজুহাত দেখিয়ে । এরপর আধা সামন্ততান্ত্রিক এবং আধা ঔপনিবেশিক এই রাষ্ট্র রাজনৈতিক দিক থেকে ভিন্ন মুখে গমন করে। " মন্দির ওয়াহি বানায়েঙ্গে" স্লোগান দিয়ে একদল রাষ্ট্রীয় উগ্রবাদী সংসদীয় ক্ষমতায় নিজেদের জায়গা করে নেয়। দীর্ঘ ৩০ বছর আইনি নাটক চালিয়ে আশানুরূপ মন্দির বানানোর রায় দেন রাষ্ট্রের সর্বোচ্চ ন্যায়ালায় সুপ্রিম কোর্ট, বলা হয় গণতন্ত্রের ও ধর্মনিরপেক্ষতার যেখানে কবর দেয়া হয়েছে সেখান থেকেই শুরু হবে রামরাজ্যের যাত্রা।
এর সবকিছু এখানেই শেষ নয়, আসন্ন নির্বাচনে আরএসএস এর দুই শরিক দল কংগ্রেস ও বিজেপির মূল মোদ্দা হবে রাম মন্দির! বিজেপি ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে যেন রাজকীয় ভাবে মন্দিরের উদ্বোধন করতে পারে তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তাই এখন বিজেপির একমাত্র উন্নয়ন আর সাম্প্রদায়িকতার প্রতীক রাম মন্দির হতে চলেছে তাদের তাসের তুরুপ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তো ইতিমধ্যে নিজেকে হিন্দুত্বের মশাল বহনকারী হিসেবে ঘোষণা করেছেন, কারণ মন্দির এর সম্পূর্ন দায়িত্ব রয়েছে তার রাজ্যের উপর। তার মতে রাম মন্দির তৈরি হলেই নাকি নতুন অযোধ্যা চাক্ষুষ করবে জনগণ! কথা হলো, বিজেপির ছুঁড়ে দেয়া রাম রাজ্যের তীরের সামনে কি টিকে থাকতে পারবে আরেক সংসদীয় দল জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়া জোট?
কংগ্রেস এর প্রধান নেতা রাহুল গান্ধী পুরো ভারত জুড়ে যাত্রা করেছেন এই বছর আসন্ন নির্বাচনের জন্য। মুৎসুদ্দি শ্রেণী ও নারাজ বর্তমান সরকারের প্রতি। কিন্ত বিজেপির তৈরি বিষ বাষ্পের শেষ পেরেক হল রাম মন্দির উদ্বোধন। ফ্যাসিবাদী চরিত্রের রাষ্ট্র এ হেন কাজ নির্বাচনে যে একটা ভালো প্রভাব রাখবে তা নিসন্ধেহে বলা যায়। সাধারণ মানুষের শ্রেণী সংগ্রাম এসমস্ত নির্বাচনে কোনোদিনই মোদ্দা হয়ে উঠেনি আর সে আশা রাখাও নির্ঘাত অজ্ঞের কাজ। তবে আরো ৫ টা বছর মন্দিরের নাম শুনেই যে পার হয়ে যাবে জনগণের তা আর বুঝতে বাকি নেই।
বিজেপি আর কংগ্রেস তো মুদ্রার এপিঠ আর ওপিঠ। কংগ্রেস না চাইলে এসব কিছুই হতো না, কম হিন্ডুত্ববাদের গেম খেলতে গিয়ে হার গলায় আটকে গেছে😆
ReplyDeleteWell said
ReplyDeleteAii guluu amaree o aktu sikhiye dete🙃
ReplyDelete