হামলার আগে আশকালন শহেরর নিবাসী দের সন্ধ্যা ৫ টার আগে শহর খালি করার শেষ সীমা জানিয়ে দেয় তারা। হামাস এবং ইজরায়েল সেনাবাহিনীর সংঘাতের আজ চতুর্থ দিন।
গত মঙ্গলবার এক ইজরায়েলি সেনা বাহিনী জানিয়েছে হামাস এর আকস্মিক হামলার পর তারা আবার দক্ষিণ দিকের ইজরায়েল - প্যালেস্টাইন বর্ডার এ নিয়ন্ত্রন ফিরে পেয়েছে।
ইজরায়েল এর সেনাবাহিনী পুরো গাজা শহর জুড়ে বোমাবাজি অব্যাহত রেখেছে। তাদের সেনাপ্রধান ফিলিস্তিনি দের বিদ্যুৎ, খাবার এবং জল এর সাপ্লাই আটকে দেয়ার নির্দেশ দিয়েছে। ২০ লক্ষ্য জনগণের এ হেন বেচেঁ থাকার প্রয়োজনীয় জিনিষ গুলো আটকে দেয়া যদিও যুদ্ধ অপরাধের মধ্যে পড়ে।
সূত্রের খবর অনুযায়ী হামাস নিয়ন্ত্রিত গাজা স্ট্রিপে ১৫০ জন ইজরায়েলি কে হোস্টেজ হিসেবে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ থেকে কেউ হোস্টেজ হিসেবে বন্দি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
হামাস এবং ইজরায়েল এর যুদ্ধে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮০০ তে , যায় মধ্যে এখন পর্যন্ত ইজরায়েলে ১০০০ জন মত মৃত এবং ২৭০০ জন আহত। ইজরায়েল কতৃক গাজা শহরে হামলায় ৯০০ জন সাধারণ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এবং তাদের মধ্যে ৪৫০০ জন মত আহত।
If you have any doubt, pls let me know