এদিকে নেশনাল কনফারেন্স এর প্রধান ওমর আবদুল্লাহ জানিয়েছেন "এই রায় ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে গণরায়।" নির্বাচনে অংশগ্রহণ না করেও কাশ্মীরের অন্যতম দল পিডিপি এর নেত্রী মেহবুবা মুফতি জনগণের রায় কে সাধুবাদ জানান
Heartening to see secular parties like NC & Congress register their victory in Kargil. Its the first election post 2019 & people of Ladakh have spoken.
— Mehbooba Mufti (@MehboobaMufti) October 8, 2023
উল্লেখ্য, ২০১৯ সালে সালে ৫ ই আগস্ট ' অগণতান্ত্রিক ' প্রক্রিয়ায় উপত্যকার জনগণের অধিকার ৩৭০ ধারা তুলে নেয় কেন্দ্রের ক্ষমতায় অসীন বিজেপি সরকার। উপত্যকার মানুষদের বিশ্বাসঘাতকতার পর থেকে এই প্রথম কোনো নির্বাচন হলো সেখানে। কিন্ত সেই নির্বাচনেই ভরাডুবি হলো বিজেপির!
৩৭০ ধারা বিলোপের সাথেও কাশ্মীর উপত্যকা কে দুই ভাগে ভাগ করে তাদের কেন্দ্রীয় শাসিত অঞ্চলে পরিণত করে কেন্দ্রীয় সরকার। সেই পরিকল্পনার ফলেই জন্ম লাদাখের। কার্যত গেরুয়া শিবির ভেবেছিল ৩৭০ ধারা প্রত্যাহার এবং স্বশাসিত এলাকা পাওয়ায় লাদাখ বাসী বিজেপির প্রতি সন্তুষ্ট হবে। কিন্ত তাদের হাতে ফলাফল এলো বিপরীত।
কাশ্মীরের ' মুক্তিকামী ' আন্দোলনের কোমর ভাঙার জন্য বহু নীতি পালন করে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। উপক্ত্যাকা কে ধর্মের ভিত্তিতে সাজিয়ে ' বৌদ্ধ ' ধর্মাবলম্বি প্রধান লাদাখ এবং মুসলিম প্রধান জম্মু ও কাশ্মীর এ ভাগ করে তারা। সেই ছক মত লাদাখ দখলের পরিকল্পনা ছিল তাও শাসক দলের। কিন্ত বিজেপির সেই আশা ভঙ্গ করে দিয়েছে উপত্যকা বাসী।
💯
ReplyDelete