সম্প্রতি NIA কেরালা ও তামিলনাড়ুতে দুটি পৃথক মামলায় পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার ( পি এফ্ আই ) ৬৮ জন সদস্যের বিরুদ্ধে ভুয়ো চার্জশিট প্রকাশ করেছে। এই মাসে পিএফআই এর সদস্যদের বিরুদ্ধে NIA দ্বারা ৪ টি চার্জশিট দায়ের করা হয়েছে এবং চার্জশিটে অভিযোগ করা হয়েছে যে পি এফ্ আই এর মুসলিম কর্মীরা সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য তহবিল সংগ্রহের সাথে জড়িত ছিল এবং ২০৪৭ সালের মধ্যে ভারতে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্য রেখেছিল যা নিতান্তই হাস্যকর। পি এফ্ আই এর প্রাক্তন রাজ্য সম্পাদক আব্দুল সাত্তার ও কার্যনির্বাহী সম্পাদক ইয়াহিয়া কোয়া সহ কেরালা ও তামিলনাড়ুর বিশিষ্ট নেতাদের বিরুদ্ধে একই অভিযোগে চার্জশিট দায়ের করেছে NIA।
ভারতবর্ষের মুসলিমদের রাজনৈতিক অধিকারের জন্য লড়াই করতে থাকার দাবি করা মুসলিম সংগঠন হল পি এফ্ আই , যা গত বছরের সেপ্টেম্বর মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা নিষিদ্ধ ঘোষণা করা হয় বেআইনিভাবে। এতেই খান্ত হয়নি হিন্দুত্ববাদী বিজেপি সরকার, ৭ টি ভিন্ন রাজ্যের ২৭০ জন সদস্যকে UAPA দ্বারা দেশদ্রোহী তকমায় গ্রেপ্তার করেছে কোনো উপযুক্ত প্রমাণ ছাড়াই । তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রে নিজেদের অধিকারের জন্য লড়াই করার মৌলিক অধিকারটুকুও খর্ব করেছে এই মনুবাদী ফ্যাসিস্ট সরকার । সংবিধানকে তোয়াক্কা না করে গণমাধ্যম সহ বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় হিন্দু রাষ্ট্র নির্মাণের স্বপ্ন দেখা পুণ্যের কাজ হলেও সেই একই চিন্তাধারার অভিযোগ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এনে রাখা নিতান্তই ফ্যাসিবাদের উত্থান। বিরোধী কণ্ঠস্বর দমিয়ে রাখতে এভাবেই ভুয়ো অভিযোগ এনে বিভিন্ন রাজনৈতিক দল সহ ব্যক্তিত্বদের উপর আক্রমন নামিয়ে আনা এখন দৈনন্দিন ঘটনা হয়ে উঠেছে। মুসলিম সংগঠন সহ তাদের অধিকারের জন্য লড়তে থাকা বিভিন্ন সংগঠন সহ ব্যক্তির উপর আক্রমন হানিয়ে আনা আদতে মুসলিমদের এই রাষ্ট্রে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে তাদের গণতান্ত্রিক অধিকারকে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের পায়ের তলায় পিষে মারার রাষ্ট্রীয় চক্রান্ত।
Awesome 💥
ReplyDeleteThanks
Deleteনক! নক!
ReplyDeleteখুব সুন্দর লেখা হয়েছে তোমার। চালিয়ে যাও।👍❤️❤️❤️
💗
Deleteবলতেছি যে তুমি রিপোর্টার হয়ে যাও!
ReplyDeleteদারুন হইছে.. 🔥
ReplyDelete❤️
Delete