|
Democracy |
সম্প্রতি লোকসভায় রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করা হয়েছে । ' মোদী ' পদবীর মন্তব্যের জেরে বিজেপির গড় রাজ্য গুজরাটের সুরাট কোর্টের বিচারপতির নির্দেশে 2 বছর জেল সহ ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে তাঁকে । এই ভিত্তিতে ভারতের সংবিধান (১০২ অনুচ্ছেদ ও জনপ্রতিনিধিত্ব আইন ) অনুযায়ী লোকসভার স্পিকার ওম বিড়লা কতৃক রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ করা হয়েছে । অন্য দিকে সংসদীয় দল কংগ্রেস বিপাকে পড়েছে সুপ্রিম কোর্ট এর বিগত (২০১৩) একটি রায়ে, 2 বছরের জন্য কোনো সংসদ দোষী সাব্যস্ত হলে পরবর্তী ৮ বছর এর জন্য কোনো নির্বাচনে সে অংশগ্রহণ করতে পারবে না । এবার উচ্চতর আদালতে দোষী সাব্যস্ত না হলে সদস্য পদ ফিরে পাবেন তিনি।
এমত অবস্থায় সংসদীয় দল কংগ্রেস মোদী সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে অন্য সংসদীয় দলদের নিয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছে। বিভিন্ন সংসদীয় দল গুলির মুখেও শোনা যাচ্ছে আজ ই নাকি গণতন্ত্রের কালো দিন। অথচ এইসব সংসদীয় দল মিলেই ভারত সহ বিভিন্ন রাজ্যে গণতন্ত্রের টুটি ধরে ক্ষমতায় টিকে আছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির ষড়যন্ত্র সংসদীয় দলগুলোর কাছে গনতন্ত্রের অবক্ষয় হলেও নিজেদের জমি ও সম্পদের জন্য লড়াই করতে থাকা আদিবাসীদের উপর রাষ্ট্র কতৃক বোমা বর্ষণ এদের আলোচনায় আসে না। ক্ষমতা দখলের খেলায় মেতে থাকা তথাকথিত গনতন্ত্রের পূজারী সব সংসদীয় দল তখন বৃহত্তর আন্দোলনে নামে না যখন বুলডোজার চালিয়ে সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর- সম্পতি ভেঙে ফেলা হয় অবৈধ সম্পত্তির নামে। দফায় দফায় পিএফআই এর মুসলিম সদস্যদের বিভিন্ন মিথ্যা অভিযোগে চার্জশীট লাগিয়ে বিনা বিচারে জেলে ভরে দেওয়া কি গনতন্ত্রের অবক্ষয় নয়? কোনো সংসদীয় দল সাহস দেখাবে না মুখ খুলতে ভোট খুইয়ে দেওয়ার ভয়ে । কাশ্মীরের জনগণকে প্রতারিত করে , যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন করার চেয়ে বড় অগণতান্ত্রিকতা আর কি আশা করেছিল সংসদীয় দলগুলি ! বিনা বিচারে শর্জীল ইমাম সহ এনআরসি বিরোধী আন্দোলনকারীদের দিনের পর দিন জেলে পুরে রেখে সংসদীয় দল গুলো নিজেদের মধ্যে সার্কাস জুড়েছে।
রাহুল গান্ধীর বিরুদ্ধে আরএসএস সহ বিজেপির চক্রান্ত কোনোভাবেই সমর্থনযোগ্য না, কিন্ত কংগ্রেস কি নিজে ঢিল খেলে শুধু পাটকেল ছুঁড়ে? উপরিক্ত ঘটনাগুলোতে কংগ্রেস সহ বাকি সংসদীয় দলের অবস্থান কি ( নিষ্ক্রিয়তা ) সেটা সবাই দেখেছে। এরম সংসদীয় নাটক অহরহ চলতেই থাকবে ।
Aag laga di bro💥
ReplyDeleteBig fan bro ❤️
😁
Deleteসেরা লিখেছো ভাই!!
ReplyDelete😁🌚
Deleteএই ভাবেই চালিয়ে যাও
ReplyDeleteহ্যাঁ 🫠
Deleteচলবে ভাই, এই ভাবেই চালিয়ে যা .. 🔥🔥
ReplyDelete😁
DeleteRight
ReplyDelete